শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

শিবির নেতা সালমান স্মরনে দোয়া ও কুরআনখানী

ফেনীতে শিবির নেতা সালমান স্মরণে কুরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি>>
ফেনীতে পুলিশের গুলিতে নিহত শিবির নেতা হাফেজ  আবদুল্লাহ আল সালমান স্মরনে কুরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, জামায়াতের সহকারী জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে ২০১৩ সালের ১০ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে শহরের খাজুরিয়া এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ফালাহিয়া কামিল মাদরাসার দশম শ্রেনীর ছাত্র আবদুল্লাহ আল সালমান। সে ফুলগাজী উপজেলার উত্তর করৈয়া গ্রামের সুলতান আহম্মদের ছেলে। সালমান স্মরণে শহর শিবির কুরআন খানী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, কবর জেয়ারত করবে। এছাড়াও সালমান স্মৃতি সংসদ নানা কর্মসূচি পালন করবে বলে জানা যায়।

ফেনী শহর শিবিরের সেক্রেটারী  আবু তৈয়ব "রেডিও ফেনী " কে বলেন, সরকারদলীয় নেতাদের নির্দেশে সে দিন বুকে পিস্তল ঠেকিয়ে মেধাবী ছাত্র সালমানকে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের বিচার দাবী করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১০ ডিসেম্বর জামায়াতের সহকারী জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল করে শহরের খাজুরিয়া এলাকায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় তারা ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করলে সংঘর্ষ শুরুহয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ গুলি ছুঁড়লে আবদুল্লাহ আল সালমান (১৫)সহ অন্তত ১০জন গুলিবিদ্ধ হয়। পরে আশঙ্কজনক অবস্থায় ফেনী কসমোপলিটন হাসপাতালে নেয়া হয় সালমানকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন