নিজস্ব প্রতিনিধি:
ফেনী জেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন বর্তমান প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী। শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফার কার্যালয়ে উপস্থিত হয়ে একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থী আজিজুল বারী চৌধুরী মনোনয়ন প্রত্যার করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠিতব্য জেলা প্ররিষদ নির্বাচনে বর্তমান প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরীসহ তিন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এদের মধ্যে জাল স্বাক্ষরের অভিযোগে হাজী ওবায়দুল হক’র মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। অপরদিকে শনিবার বিকালে ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আজিজুল বারী চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে বর্তমান প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হবার পথে।
জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন।
তথ্যসূত্র : নতুন ফেনী অনলাইন।
রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন আজিজ আহম্মদ চৌধুরী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন