নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে দুই শিশু সন্তানকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্জিনা আক্তার মুক্তা (২৮) নামের এক প্রবাসীর স্ত্রী। সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পশ্চিম রামপুর এলাকার উজির আলীর নতুন বাড়ীর একটি ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরের খাবার পর ঘুম থেকে না ওঠায় স্থানীয়রা ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে মাসহ দুউ সন্তানের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশের ধারনা নিহত মর্জিনা আক্তার মুক্তা প্রথমে দুই সন্তান তাসনিম আহম্মদ মাহি (৮) ও মহিন আহাম্মদ (৩) গলায় গামছা পেছিয়ে হত্যার পর নিজেও একইভাবে আত্মহত্যা করেন। তাসনিম আহম্মেদ মাহি শহরের সেন্ট্রাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী। এদিকে নিহতের ভাই মাসুম অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে প্রবাসী তারেক আহাম্মদ’র সাথে মর্জিনা আক্তার মুক্তা বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-ঝাটি হচ্ছে। এ কারণে সে আত্মহত্যা করতে পারেন বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। নিহতের স্বামী সোনাগাজী উপজেলার কুঠিরহাট দূর্গাপুর এলাকার বাসিন্দা।
ফেনী মডেল থানার পরিদর্শক মো. রাশেদ খান চৌধুরী দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র নতুন ফেনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন