ফেনী নদীতে নির্মিত হচ্ছে ভারত – বাংলাদেশ মৈত্রী সেতু
রেডিও ফেনী ডেস্ক :
ফেনী নদীর উপর নির্মিত হচ্ছে ৪শ’ ১২ মিটার দৈঘ্যের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু। বুধবার দুপরে রামগড় পৌরসভা মিলনায়তনে দু’দেশের প্রতিনিধি দল এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে বাংলাদেশের রামগড় ও ভারতের সাব্রুম স্থলবন্দর কার্যক্রম পরিদর্শন শেষে দু’ দেশের প্রতিনিধি দল আলোচনা সভায় মিলিত হন। বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধর এর নেতৃত্বে বাংলাদেশ দলের ৬ সদস্য ও ভারতের সাব্রুম মহকুমার আন্ডার সেক্রেটারী সঞ্জয় রঞ্জন এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল রামগড়ের মহামুনী দারোগা পাড়া-দক্ষিন ত্রিপুরার সাব্রুম মহকুমা এলাকায় স্থলবন্দর সেতু নির্মাণের কথা জানান। সভায় আরো জানানো হয় ২০১৭ সালের জানুয়ারীতে সেতু নির্মাণ কাজ শুরু করে ২০১৯ সালের মধ্যে সেতুটি নির্মাণ শেষ হবে। এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার(চ.দা) তামান্না নাসরিন উর্মী, এএসপি সার্কেল হারুনুর রশিদ, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান, ওসি মাইন উদ্দিন খাঁন সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ৬ জুন ২০১৫ সালে ঢাকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ফেনী নদীর উপর রামগড়-সাব্রুম মৈত্র সেতু-১ এর ভিত্তি প্রস্তর প্রতিস্থাপনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ভোধন করেন।
বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
নতুন কোন ফাঁদ নয়তো?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন