শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

ফেনীতে বিদেশী অস্ত্রসহ ভুয়া সাংবাদিক আটক


নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে বিদেশী অস্ত্রসহ আরাফাত আহমেদ ভুইয়া মোহন (৩০) নামে এক ভূয়া সাংবাদিককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শুক্রবার ভোর রাতে শহরের পাঠানবাড়ী এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল মুনির আহাম্মদ সড়কের একটি বাসায় তল্লাসি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ মোহনকে আটক করে। এসময় তার কাছ থেকে কয়েকটি মোইলফোন, ভূয়া সাংবাদিকতার ভিজিটিং কার্ড ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। র‌্যাব অরো জানায়ম সে দীর্ঘদিন ধরে ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে অপকর্ম করে আসছে। সে ফেনী সদর উপজেলার উত্তর গোবিন্দ গ্রামের মৃত আবু আহম্মদের ছেলে ।
ফেনীস্থ র‌্যাব-৭এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম অস্ত্রসহ ভূয়া সাংবাদিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন