বিশেষ প্রতিনিধি :
অবিশ্বাস্য হলেও সত্যি ঘটানা। ফেনী শহরের জিরো পয়েন্ট বা খেজুর চত্বর বলে পরিচিত সেই সেই স্থানটাতে বসে মানুষ বেচা কেনার হাট। চোখ কপালে তুললেও ঘটনাটি সত্যি। প্রতিদিন খুব সকালে বসে এই বাজারটি। মূলত এই বাজারে কেনা বেচা হয় শ্রমজীবি মানুষেরা।
শহরের বিভিন্ন স্থানে লেবারের কাজ করার জন্য এদের দৈনিক মজুরির ভিত্তিতে দরদাম করেে নিয়ে যাওয়া হয়।
এসব শ্রমিকের আবার একজন সর্দার বা ম্যানেজার আছে যার অধীনে এদের বিক্রি বা ক্রয় করা হয়।
শ্রম নাকি মানুষ বিক্রি?????
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন