মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে
চলছে ফেনী ছাত্রলীগ
বিশেষ প্রতিনিধি:
ফেনী জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার দেড় বছরেও নতুন কমিটি গঠন হচ্ছে না। জেলার আওতাধীন ৮ ইউনিটের ৭টি চলছে আংশিক কমিটি দিয়ে। জেলা কমিটির অনেকেই এখন বিবাহিত ও চাকুরী জীবনে রয়েছেন। কেউ কেউ প্রবাসেও পাড়ি দিয়েছেন। এতে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সরকারদলীয় এ ছাত্রসংগঠনটি।
সংগঠনটির বিভিন্ন সূত্র ও একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, ২০১৪ সালের ১৪ মে ঘটা করে সম্মেলনের মাধ্যমে একবছরের জন্য ফেনী জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়। ওই কমিটিতে সালাহউদ্দিন ফিরোজকে সভাপতি ও জাবেদ হায়দারকে সাধারণ সম্পাদক করা হয়। ১শ ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনেকেই এখন দলীয় কর্মসূচীতে অনুপস্থিত থাকেন। কেউ কেউ বিয়ে করে সাংসারিক জীবনে ব্যস্ত। এদের মধ্যে সহ-সভাপতি সুলতানা রাজিয়া শান্তা ও রুবেল হাজারী, যুগ্ম-সম্পাদক আকবর হোসেন মিল্লাত, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন ইমন, অর্থ সম্পাদক আবদুল্যাহ আল তায়হান, সদস্য সাইফুল করিম মজুমদার নিহাদের নাম রয়েছে। প্রবাসে পাড়ি দিয়েছেন এমন নেতাদের মধ্যে যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার মাসুম, উপ-প্রচার সম্পাদক জামশেদ আলী রনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন শামীম, সদস্য হাবিবুল্লাহ রিয়াজের নাম জানা গেছে। অন্যদের মধ্যে উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হক লিংকন ও সদস্য এখলাস উদ্দিন খোন্দকার বাবলু চাকুরী করছেন।
অন্যরকম চিত্র জেলার আওতাধীন ফেনী সরকারি কলেজ, ফেনী পৌরসভা সহ ৬ উপজেলায়। সদর উপজেলা ছাড়া অপর ৬ ইউনিটের কোনটিতেই পূর্ণাঙ্গ কমিটি নেই। তবে সদর উপজেলা ও দাগনভূঞা উপজেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। ইতিমধ্যে পরশুরাম উপজেলায় মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
একাধিক নেতা জানান, জেলা কমিটির অনেকেই নিজ নিজ প্রয়োজনে ব্যস্ত হয়ে পড়েছেন। এছাড়া তাদের তদারকি না থাকায় ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তাই সংগঠনকে গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দেয়ার দাবী জানান তারা।
এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ফেনীর সময় কে বলেন, কেন্দ্রের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করা হচ্ছে। এর অংশ হিসেবে ফেনী জেলায়ও সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন