বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

ফেনীতে অনির্বানের শীত বস্ত্রবিতরন

ফেনী ক‌লে‌জে অ‌নির্বান এর শীতবস্র বিতরন
রা‌সেল চৌধুরী :
ফেনী সরকারী ক‌লেজ ক্যাম্পা‌সে অ‌নির্বাণ স্টুডেন্টস ফোরাম বৃহস্পতিবার বিকা‌লে অসহায় দ‌রিদ্রদের মা‌ঝে শীত বস্র বিতরন ক‌রে ।‌ফেনী সরকারী ক‌লেজ অধ্যক্ষ প্র‌ফেসর অাবুল কালাম অাজাদ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন । বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন দৈ‌নিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হো‌সেন,‌সাপ্তা‌হিক বর্ণমালা সম্পাদক ও অবজারভার প্র‌তিনি‌ধি অাবু তা‌হের ভূঁইয়া, ক‌লেজ ছাত্রলীগ সভাপ‌তি তোফা‌য়েল অাহমদ তপু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন