বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে ফেনীতে আওয়ামী লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

ফেনী প্রতিনিধি :
জেলা পরিষদ নির্বাচনে ফেনীতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণার পর জয়নাল হাজারী সম্পাদিত দৈনিক হাজারিকা প্রতিদিন পত্রিকায় উস্কানিমূলক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ প্রার্থী আজিজ আহম্মদ চৌধূরী। বৃহ্সপতিবার সকালে স্থানীয় একটি ে রস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুশেন চন্দ্র শীল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুলআলিম,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার সহ ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজ আহম্মদ চৌধুরী বলেন ফেনী জেলা আ’লীগ বর্তমানে নিজাম হাজারীর নেতৃত্বে ঐক্যবন্ধ ।কিন্তু দৈনিক হাজারিকা পত্রিকার সম্পাদক জয়নাল হাজারী ফেনী জেলা আওয়ামীলীগ থেকে বহিস্কৃত এবং তার সাথে জেলা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। অথচ আজিজ  আহম্মদ চৌধুরী জয়নাল হাজারীর সমর্থিত প্রার্থী বলে যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার হাজারিকা পত্রিকায় তা সঠিক নয়।
আজিজ  আহম্মদ চৌধুরী এসময় আরো বলেন এবার তিনি পুনরায় নির্বাচিত হলে তার প্রথম প্রদক্ষেপ হবে জহির রায়হান হলটি পূন:নির্মাণ করা।পাশাপাশি পর্যায়ক্রমে অসম্পূর্ণ কাজ গুলো সম্পূর্ন করা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন