আমাদের ছোট্র ফেনীতে সমস্যা অনেক বড় এবং বেশি। তবুও স্বপ্ন দেখি, বিশ্বাস করি। সবার সম্মিলিত উদ্যোগ আর আন্তরিকতায় সমাধান করা সময়ের ব্যাপার।
#সিএনজি তে চালকের দুই পাশে অতিরিক্ত দুইজন বা তিনজন যাত্রী বসানো বন্ধ করা হোক।
#টমটম বন্ধ করা হোক...শুধু ফেনী নয়। সারাদেশের মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং এর জন্য সবচেয়ে দায়ী এই মোটরওয়ালা টমটমগুলো। শুধু ফেনী শহরের টমটমগুলোই প্রতি বছর অনুৎপাদিত খাত হিসেবে ২কোটি টাকার বিদ্যুৎ নষ্ট করছে।
#মোটরলাগানো রিক্সাগুলো বন্ধ করা হোক। এই রিক্সাগুলোও বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং এর জন্য দায়ী।।
#দ্রুত ফেনী রেলগেইট নিয়ে কর্তৃপক্ষ বসুন এবং এর সমস্যা সমাধান করুন।
#শহরের সর্বত্র পোষ্টার লাগানোর নোংরা কাজ বন্ধ করা হোক। ব্যক্তিগত, বাণিজ্যিক, আজেবাজে নোংরা পোষ্টার, ব্যানার, ফেষ্টুন পুরো শহরটাকে গিলে খাচ্ছে।।
#যেখানেসেখানে ময়লা জমা করা, ফেলা এবং থুথু ফেলা, পানের পিক ফেলা, সিগারেট খাওয়া বন্ধ করা হোক।
#শহরের রিক্সা চালক, টমটম চালক , সিএনজি চালকদের নিয়ে পৌরসভা অথবা স্টেডিয়ামে প্রতি মাসে গাড়ী চালানোর নিয়ম কানুন শিখানোর জন্য একটি কর্মশালা বা মিটিং করা হোক।
#শহর থেকে বিভিন্ন উপজেলা শহরে ভাড়ার তালিকা তদারকি ও কার্যকর করা হোক।
#শহরের যেখানে সেখানে পার্কি বা গাড়ী দাঁড় করিয়ে রাখার উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হোক।
#শহীদ মার্কেটের সামনে(পশ্চিম পাশে) মানুষ চলাচলের এখনো প্রস্রাব-পায়খানা ও ময়লা ফেলা হচ্ছে। মানুষ নাক বন্ধ করে হাঁটছে। কিন্তু দেখার কেউ নেই।
#শহরের যত্রতত্র ফল বিক্রেতা, হরেক রকম হকার, ফেরিওয়ালারা রাস্তায় বসে বসে বেচাকেনা করছে, যানজট হচ্ছে, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে চরম ব্যাঘাত ঘটছে। দেখার বা সমাধান করা কেউ নেই।
#অনেক শিক্ষা বাণিজ্যিক প্রতিষ্ঠান ফেনী সরকারী কলেজের এতো সুন্দর গেইটের দেয়ালে দেয়ালে পোষ্টার লাগিয়ে নোংরা করে ফেলেছে। আমার ভাবতে অবাক লাগে এরা নাকি বিসিএস ক্যাডার, মেধাবী জাতি গড়ার কাজ করে। ফালতু!
#ইভটিজিং বন্ধ কে করবে? শিক্ষকের হাতে বেত নেই, তো শিক্ষক চেয়ে চেয়ে দেখেন।
#মাদক যদি কর্মী লালনপালন করার খোরাক হয়; তবে কি করার বা বলার আছে?
#সবাই মুখে মুখে, বুঝে না বুঝে ফেনী এগিয়ে যাওয়ার শ্লোকাদি গাইছেন। গর্বে বুক ভাসাচ্ছেন, ফেনী উন্নয়ন্নে ঢাকা কে ডিঙিয়ে যাইচ্ছে। প্রশ্ন হচ্ছে যেখানে নিয়ম শৃঙ্খলা নেই, ডিসিপ্লিন নেই সেটা কি আদৌ উন্নয়ন? সেই উন্নয়ন কি টেকসই? যেমন: আপনার সন্তান কে পাঁচকোটি টাকা দিলেন কিন্তু কোনো আদর্শ বা ডিসিপ্লিন শেখালেন না, সেই সন্তান কি আপনার এই অর্থ যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারবে? পারবে না। একেই ভাবেই উন্নয়ন তাকেই বলে যেখানে একটা সিস্টেম থাকে। সিস্টেম বিহীন সকল উন্নায়নই বালিরবাঁধ অথবা তাসের ঘর।
#সামাজিক,রাজনৈতিক,ব্যবসায়ী, সমাজকর্মী, ছাত্র-শিক্ষক-সম্প্রদায়, নীতিনির্ধারক মহল এবং আগ্রহী সবাইকে নিয়ে ফেনীতে শক্ত 'নাগরিক ফোরাম 'অথবা 'নাগরিক কমিটি' গঠন করা হোক। এই কমিটি কোন ব্যক্তিস্বার্থের হুমকি ধামাকি, চোখ রাঙানিকে তোয়াক্কা না করে পৌর উন্নয়নে, নাগরিক অধিকার নিশ্চিত, সুরক্ষা করবে, সামাজিক শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।।।
#ফেনী শহরের স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এখন স্কুল ব্যাগে মোবাইল, চুরি, খুর নিয়ে ঘোরে।
কে আছে দেখার বা নিয়ন্ত্রণ করার! শিক্ষক? উনি কি আছেন আগের মতো সুনীতিতে! অভিভাবক? উনার কি সময় আছে টাকার নেশায় সন্তান নীতিরগল্প শোনানোর? নাই নাই নাই সেদিন আর নাই। এই নাইয়ের মাঝে জনস্বার্থে, সুন্দর ফেনীর গড়ার স্বপ্নে বিভোর হয়ে আমার এই লিখাগুলোও নাই হয়ে যাবে! পত্রিকাওয়ালাও এগুলো ছাপবে না ; কারণ এতে উনাদের লাভ হবে না। দায়িত্বহীন কর্তৃপক্ষও ঘুমাবে ; এতো চিন্তা করলে উনাদের ঘুম হবে না।। আমাদের যাদের ক্ষমতা নাই, বাহুর বল নাই , অস্ত্রের বল নাই হয়তো এইভাবে অথবা আরো খারাপ ভাবে বেঁচে থাকার লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।। তবুও স্বপ্ন আর দাবী এবং সীমাহীন প্রত্যাশা...এই সমাজের হাল ধরতে কোন না কোন নাবিক এগিয়ে আসবে।। এটাই বাস্তব হোক।।
#মো: আবদুস সালাম
লেখক ও সমাজকর্মী
৯নং ওয়ার্ড, ফেনী পৌরসভা।
বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
ফেনী নিয়ে সমাজকর্মী আব্দুস সালামের কিছু পর্যালোচনা ও প্রস্তাবনা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন