বিস্তারিত:
ফেনীর পৌরসভার আনন্দ কমিউনিটি সেন্টারের মালিক সামছু মিয়ার স্ত্রী আফরোজা বেগম আমেনা নামের শিশুটিকে নির্মম নির্যাতন চালিয়ে পালিয়েছে।
তাকে ধরিয়ে দিন।
১০ বছরের শিশু আমেনা ফেনী সদর হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আর আফরোজা আত্মগোপনে রয়েছে। তবে তাকে ধরতে পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়েছে। লোক দেখানো অভিযান চাইনা। পুলিশ না পারলে আপনারা যে কোন উপায়ে আফরোজাকে ধরিয়ে দিন। যুগে যুগে আমেনারা আফরোজাদের নির্মমতার শিকার হবে। আর নির্যাতিতরা বিচার পাবেনা এটা হতে পারেনা।
গতরাতে কয়েক জন ব্যাক্তি রাস্তায় আমেনাকে কাঁদতে দেখে ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। আমেনার পীঠ পুড়ে যাওয়ার ক্ষত রয়েছে। দরিদ্র আমানার বাড়ি পরশুরামের বিলোনিয়ায়। সে এখন ফেনী সদর হাসপাতালের পুরাতর ভবনের ২য় তলার ২নং ওয়ার্ডে ৪নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
আহ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন