ডেস্ক রিপোর্ট: ফেনীর ঐতিহ্যবাহী এবং সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সরকারী আলীয়া মাদ্রাসা মসজিদে যুগযুগ ধরে রহস্যজনক কারনে মাইকে আজান দেয়া হয়না। মসজিদের মুয়াজ্জিন জানান এই মসজিদে কোন মাইক নাই। এতে করে উক্ত এলাকার হাজার হাজার মানুষ ৫ ওয়াক্ত আজানের বাণী না শুনে আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে নামাজের সময় করে নামাজ আদায় করতে হয়।
এলাকার মানুষের দৈনন্দিন কর্মব্যস্ততার কারনে আজানের বানী না শুনায় অনেকের ফজরসহ অনেক ওয়াক্ত নামাজ কাযা হয়ে যায় বলে স্থানীয় মসল্লীরা।
আলীয়া মাদ্রাসা এলাকার সর্বসাধারন, আধুনিকতার এই যুগে এসেও মাইকে আজান না দেয়াকে আলীয়া মাদ্রাসা কর্তৃপক্ষের অজ্ঞতা, মূর্খতা, কুসংস্কার এবং গোড়ামী বলে মনে করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন