সোমবার, ১০ জুলাই, ২০১৭

শালীনতা ও সুন্দরের চ্যালেঞ্জে ইকবাল : রাকিবুল এহছান মিনারের কলাম।

রাকিবুল এহছান মিনার: গান কে না ভালোবাসে? অবসরহীন জীবনের ক্লান্ত অবসরে গানই হয়ে উঠে বিষন্ন মনের খোরাক। আবার সে গান যদি হয় প্রভুও তার রাসূলের শানে তাহলে তো কথাই নেই। বর্তমান সময়ে বিশ্বজুড়ে রেপ, হিপহপ, আধুনিক বা ক্লাসিক গান গুলোর সঙ্গে পাল্লা দিয়ে আধুনিকভাবে তৈরী ইসলামি গানও কিন্তু নেই পিছিয়ে।

অশ্লীলতা মুক্ত এ গানগুলো মানুষকে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ করার মধ্যমে মানুষের অন্তরকে পবিত্র করে তোলে। বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে তেমনই অনেক গুণী ইসলামী সংগীত শিল্পীর সৃষ্টি হয়েছে, যারা বিশ্বের প্রতিটি রন্দ্রে রন্দ্রে প্রবাহিত হওয়া অশ্লীল ও নগ্নতার সুরকে ছুড়ে দিয়েছেন শালীনতা ও সুন্দরের চ্যালেঞ্জ।

বর্তমান সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারি গুণী শিল্পীদের মধ্যে মাহির জেইন, সামি ইউসূফ, আহমেদ বুখাতিরের মত শিল্পীরা অন্যতম। তাদের মাঝে সফল অবস্থান সৃষ্টি করেছেন বাংলাদেশেরই ইসলামী নাশীদ শিল্পী ইকবাল হুসাইন জীবন। তার প্রথম এ্যালবাম Make me your friend এরমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। তার কন্ঠে "হাসবি রাব্বি" শিরোনামে গাওয়া গানটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অক্ষুন্ন রেখে নির্মাণ হওয়ায় রিলিজ হওয়ার পর পরই এটি শ্রোতাদের মন জয় করে নেয়।বর্তমানে শুধুমাত্র ইউটিউবেই গানটি ৫০ লাখ বারের উপরে দেখা হয়েছে।

তার এই এ্যালবামের "লাব্বাইক" ও "ভালোবাসা" শিরোনামে গান দুটির শুটিং হয়েছে আমেরিকা, লন্ডন, সৌদি আরবসহ বাংলাদেশের ঐতিয্যবাহি স্থানগুলোতে। তার প্রায় প্রতিটা গানেই উঠে এসেছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বাংলাদেশের দর্শনীয় স্থান সমূহ। উঠে এসেছে ব্যক্তি জীবনের নানা সমস্যা ও সম্ভাবনা। দারুণভাবে সফল এ শিল্পী সম্প্রতি ঢাকা চট্রগ্রাম ও নিজ জেলা ফেনীতে তিনটি ইসলামি কনসার্ট সম্পন্ন করেছেন। এতে বিশেষ কোন প্রচার না হলেও প্রতিটি কনসার্টের টিকেট প্রায় মাস খানেক আগেই বিক্রি হয়ে যায়। প্রতিটি কনসার্টে ভক্তদের উপছে পড়া ভিড় ও ভক্তদের ভালোবাসায় দারুণভাবে প্রাণীত হন তিনি।

বাংলাদেশী এ তরুণের আন্তর্জাতিক অঙ্গনেও যেন প্রাপ্তির শেষ নেই, তিনি আমেরিকার সর্ববৃহৎ মুসলিম কমিউনিটি ‘ইকনা’ কনভেনশনে মন জয় করেন ৪০ হাজার দর্শকের। গুণী এ শিল্পী ২০১৬ সালে আইটিভি ইউএসএ বেস্ট নাশিদ আটিস্ট অ্যাওয়ার্ড এবং এরাউজার থেকে এক্সট্রা অর্ডিনারি ইন মিউজিক অ্যাওয়ার্ড অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান জানান দেন। তিনি আমেরিকা, ইংল্যান্ড, আমেরিকার নিউজার্সি, মিশিগান, আটলান্টিক সিটি, ইংল্যান্ডের ওল্ডহাম, বার্মিংহাম, ম্যানচেস্টার, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনসহ বিশ্বের বেশকিছু শহরে সফলভাবে কনসার্ট করেছেন। বর্তমানে সময়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি কনসার্ট করার জন্য আমন্ত্রণ পান আর্ন্তজার্তিক অঙ্গন জয় কারি গুণী এ নাশীদ শিল্পী।

বর্তমান সময়ে তিনি তার পরবর্তী এ্যালবামের কাজে নিজেকে ব্যাস্ত রেখেছেন। তবে কি নামে আসছে সে এ্যালবামটি তা এখনো আনুষ্ঠানিকভাবে জানন দেননি তিনি। তবে নাম যেমনই হোক গত এ্যালবামের প্রতিটি সফল গানে তার পরবর্তী এ্যালবাম নিয়ে ভক্তরা দারুণভাবে আশাবাদী।

আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ধরে রাখতে এ শিল্পীর বৃহৎ বিনিয়োগেও যেন কোন ঘাটতি নেই। তার অধিকাংশ গানের কম্পোজ করেছেন এ সময়ের সাড়া জাগানো মিউজিক ডিরেক্টর পারভেজ জুয়েল।

বিশ্ব ইসলামী সংস্কৃতির অন্যতম তরুণ অগ্রদূত এ নাশীদ শিল্পী জানান, তার প্রতিটি কাজই মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। তিনি স্বপ্ন দেখেন সুন্দর সংস্কৃতির, তার মতে অশ্লীলতা ও নগ্ন সংস্কৃতির মোকাবিলায় মানসম্পন্ন ইসলামি সংস্কৃতিক অগ্রযাত্রার কোন বিকল্প নেই। তিনি বিশ্বাস করেন কেবল ভালোবেসেই সৃষ্টিকর্তা ও মানুষের মন জয় করা সম্ভব। তাইতো তিনি গেয়েছেন,আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন