বিস্তারিত : এবার পিইসিতে ২ জন ট্যালেন্টপুলসহ মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে শহরের অন্যতম সেরা এ স্কুল থেকে । বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো ১. মিনহাজুল গনি (ট্যালেন্টপুল) ২.মাইশা আক্তার (ট্যালেন্টপুল) সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলো ৩.সারিকা তাবাসসুম ৪. তিতলি ৫.রিপা ৬.আব্দুল্লাহ আবিদ ৭.মুর্তাসিম ইসলাম ৮.সৈয়দ মেহেরাব হোসেন ও ৯.সাদমান আলফে সাদেক।
উল্লেখ্য বরাবরের মতো এবারো স্কুলটি অনেক ভালো ফলাফল অর্জন করে পিইসিতে। যেখানে পিইসিতে মোট ৪৪ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করেছিল। এ বিষয়ে জানতে চাওয়া হলে স্কুলের প্রধান শিক্ষক জনাব লুনা ফেরদৌস রেডিও ফেনীকে বলেন " ভিন্ন কারিকুলাম ও একদল দক্ষ শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফসল হলো এ স্কুলের ভালো ফলাফলের মূলমন্ত্র"।
এ বিষয়ে প্রভাতি শাখার প্রধান জনাব সাখাওয়াত উল্লাহ বলেন " সাপ্তাহিক ও মাসিক নিয়মিত পরীক্ষা ও পড়াশোনার ভিন্ন এক সুন্দর পরিবেশ এবং দক্ষ শিক্ষকদের কারনেই আমাদের এ ফলাফল।
এছাড়াও বলে রাখা দরকার স্কুলটি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কো কারিকুলাম এক্টিভিটির দিক দিয়েও ফেনীতে সবার চেয়ে অনন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন