রবিবার, ১ মার্চ, ২০২০

সুন্দরবনে ফেনী হলি ফ্যামেলীর আনন্দ ভ্রমন সম্পন্ন

আনন্দ রিপোর্ট: ফেনীর অন্যতম সেরা বিদ্যাপীঠ হলি ক্রিসেন্ট স্কুলের পরিচালনা পর্ষদ ও শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার বর্গের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে বিশ্ব ঐতিহ্যের নিদর্শন সুন্দরবনে। গত ২৪/২/২০২০ থেকে ২৭/২/২০২০ পর্যন্ত স্থায়ী ছিল এ আনন্দ ভ্রমন। জাহাজে করে সুন্দরবনের সকল পয়েন্ট (হাড় বাড়িয়া,কর্টকা,হিরন পয়েন্ট,ধুবলার চর,করমজল) ঘুরে ঘুরে প্রকৃতির অনিন্দ সুন্দর নিদর্শন উপভোগ করেন হলি ফ্যামেলির সদস্যরা। শহরের অন্যতম ব্যতিক্রমধর্মী কারিকুলামের এ বিদ্যালয়টি প্রায় সকল সেক্টরেই অনন্য। কোকারিকুলাম এক্টিভিটি ও পড়াশোনার এক অপূর্ব মেলবন্ধনের দেখা মেলে এ বিদ্যালয়টিতে। বছরজুড়ে নানা আনন্দ আয়োজনের মাঝে চলতে থাকে বিদ্যালয়টির অগ্রযাত্রা। এ বিষয়ে জানতে চাওয়া হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুনা ফেরদৌস রেডিও ফেনীকে জানান যে" পড়াশোনার পাশাপাশি সাহিত্য,সংস্কৃতি, শিক্ষা সফর ও অন্যান্য কোকারিকুলাম এক্টিভিটিস শিক্ষারই একটি অবিচ্ছেদ্য অংশ  যা আমরা আমাদের বিদ্যালয়ে নিশ্চিত করে থাকি। এজন্যই হলি ক্রিসেন্ট অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে সমাদৃত। "
হলি ক্রিসেন্ট স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জনাব হানিফ ভূঞা মহসিন বলেন "আমরা একঝাঁক মেধাবী, পরিশ্রমী শিক্ষক পেয়েছি যাদের শ্রম, মেধা ও আন্তরিকতার কারনে এবং প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি। সবার সহযোগিতা পেলে বাংলাদেশের শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত হতে পারবো আমরা। তাইতো শিক্ষকদের মানসিক রিফ্রেশমেন্টের জন্য আমরা প্রতি বছর এ ফ্যামেলী ট্যুরটি আয়োজন করি"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন