মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

বৃক্ষরোপন,দেয়ালিকা প্রকাশ,দোয়া ও আলোচনা সভাসহ নানা আয়োজনে হলি ক্রিসেন্ট স্কুলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকি পালিত

বিস্তারিত: সরকারী নির্দেশনা মোতাবেক করোনা ভাইাসের কারনে স্কুল বন্ধ থাকলেও শিক্ষকমন্ডলী ও পরিচালনা পরিষদের প্রানবন্ত উপস্থিতিতে নানা আয়োজনের মধ্যদিয়ে শহরের অন্যতম সেরা বিদ্যাপীঠ হলি ক্রিসেন্ট স্কুলে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি। 

এসকল কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল,
বৃক্ষরোপণ কর্মসূচি,  দেওয়ালিকা প্রকাশ এবং কেক কাটা। 



বঙ্গবন্ধুর কর্মময় বর্ণিল জীবন নিয়ে করা দেয়ালীকায় স্থান পেয়েছে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের নানান দিক।

দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক জনাব এজহারুল হক হেলাল 
   
  
 এছাড়াও  স্কুলে বঙ্গবন্ধু কর্নার ছিল দেখার মতো একটি কাজ। 
এসকল কর্মসূচীতে প্রানবন্ত উপস্থিতিতে দেখা যায় স্কুলের প্রধান শিক্ষক জনাব লুনা ফেরদৌস,স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জনাব হানিফ ভূঞা মহসিন, সহকারী প্রধান শিক্ষক বাবু লিটন চন্দ্র দত্ত( দিবা), সহকারী প্রধান শিক্ষ জনাব সাখাওয়াত উল্লাহ, সিনিয়র শিক্ষক জনাব এজহারুল হক হেলাল সহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।
   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন