অবশেষে আজ ১৫ জানুয়ারি উত্তর কাশিমপুর আসছেন ড. মিজানুর রহমান আযহারী। আয়োজক কমিটির আহবায়ক ও উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক কামরুজ্জমান মাসুম ও পাঁচগাছিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন । সকাল ১০ টা থেকে বয়ান শরু হবে । তৈরী করা হয়েছে মঞ্চ।
শুরুতে বয়ান করবেন, অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান-ফেনী আলীয়া মাদ্রাসা, অধ্যক্ষ মাওলানা ইজহারুল হক-ঢাকা গাউছিয়া আলীয়া মাদ্রাসা, অধ্যক্ষ মফিজুল ইসলাম-খতিব পদ্মা টেকস্টাই মিল ঢাকা, অধ্যক্ষ মাওলানা জাকারিয়া-জিনার হাট ফাজিল মাদ্রাসা। বিকেলে বয়ান করবেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আযহারী ।
এ উপলক্ষে মাঠ তৈরী হয়েছে। আয়োজকদের ধারনা এ মাঠে ৫ লক্ষাধিক মানুষের আসন রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ছাত্রলীগ ও যুবলীগের তিন শতাধিক কর্মী। কেউ বিশংখলার চেষ্টা করলে প্রতিহত করবে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীসহ আম জনতা ।
যেহেতু বিষয়টি ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী তদারকি করবেন। সেহেতু জেলা পরিষদের সম্মানিত সদস্য পাঁচগাছিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক লিটন, ্ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি মাহফিলটি দেখভাল করছেন। তারাই বারবার মাঠ পরিদর্শন করছেন।ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী আগামী ১৫ জানুয়ারী বিকেলে দেশে ফিরেই উত্তর কাশিমপুর মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবার কথা রয়েছে ।
উল্লেখ্য, যেহেতু গত বুধবার স্থানীয়দের অনুরোধে সাংসদ নিজাম হাজারী ড. আযহারীর বয়ান/ ওয়াজ করার জন্য ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজানকে তাৎক্ষনিক অনুমিত দেয়ার জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন