ড. মিজানুর রহমান আযহারী ফেনীর উত্তর কাশিমপুরে তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনায় যে ১০টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন-
১. আল্লাহ ও তাহার রাসুল যাহা বলেছে তাহা মানতে হবে।
২. রাসুল (সঃ) এর আওয়াজের চেয়ে উচু আওয়াজ করা যাবে না ।
৩. তথ্য যাচাই না করে প্রচার করা যাবে না।
৪. ঠাট্টা - বিদ্রুপ করা করা যাবে না।
৫. অন্যের দোষ খোজা যাবে না।
৬. মানুষকে মন্দ নামে ডাকা যাবে না।
৭. অনুমান নির্ভর কোনো কথা বলা যাবেনা।
৮. গোয়েন্দাগিরি করা যাবেনা।
৯. কারো গীবত করা যাবেনা।
১০. মানুষে মানুষে বিভাজন করা যাবেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন