সোমবার, ১৯ জুন, ২০১৭

একজন নবী হোসেনের অনন্য কীর্তিতে বেঁচে গেল কয়েকশ মানুষ

সরফরাজ, কোহলী কীংবা ফাখার জামান কে তো সবাই চিনেন। একজন নবী হোসেনের নাম ক'জন জানতে পেরেছেন? অথচ সরফরাজ বা কোহলীর চাইতে এই নামটিই বেশি পরিচিত হবার কথা ছিল।
একজন নবী হোসেন, রাঙ্গামাটি নতুন পাড়া পৌরপসভার ৫৫ বছর বয়সী এক বাস ড্রাইভার। রাঙ্গামটীতে অত্যধিক বৃষ্টি দিন ভোরে নবী হোসেন নামাজ পড়তে মসজিদে যাবার পথেই প্রথমে পাহাড় ধ্বসের টের পান। নবী হোসেন পাহার ধ্বস শুরু হচ্ছে দেখে মসজিদের মাইকে পাহাড় ধ্বসের ঘটনা মাইকিং করেন, তারপর নেমে পরেন নতুনপাড়া কমিউনিটির ১৮০ টি পরিবারকে উদ্ধারে। অন্য কয়েক সহযোগীকে নিয়ে লাগাতার মাইকিং ও উদ্ধার কাজ করার পর নবী হোসেন নিজের ঘরে ফিরে আসেন। ঘরে এসেই পরিবারের সবাইকে তাড়াতাড়ি বের হয়ে যেতে বলে ঘরের লাঘোয়া পাহাড় থেকে ধাবমান পানির স্রোত সরাতে ঘরের পাশে নালা করতে কোদাল হাতে নেমে পরেন। এরই মাঝে নবি হোসেন ও তার ঘরের উপর পার্শ্ববর্তী পাহাড় ধ্বসে পরে। পরিবারের চার সদস্যের মৃত্যুর পাশাপাশি নবী হোসেনও গুরুতর আহত হন। গতকাল চট্টগ্রাম মেডিলেকে চিকিতসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নবী হোসেন। পুরো একতি পাড়ার শতশত মানুষকে দূর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে নিজেই মারা গেলেন নবী হোসেন। নবী হোসেন কে নিয়ে কর্পোরেট প্রতিষ্ঠাণের বিজ্ঞাপণের ধান্দা হবেনা। সরফরাজ বা কোহলীদের মত ক্রিকেটে জুয়াও ধরা যাবেনা, তাই গ্রাম বাংলার এই সকল ক্ষুদ্র কিন্তু নিঃস্বার্থ নবী হোসেনদের কেউ চিনবেনা।  নবী হোসেনের আত্মার মাগফেরাত কামনা করছি...আল্লাহ নিশ্চয় নিঃস্বার্থ ও পরোপকারীদের জান্নাতে স্থান দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন