শনিবার, ১৭ জুন, ২০১৭

দাগনভুঞা থানার ওসির নিকট শিশু আরাফাতের অভিযোগ

ফেনীর  দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদের নিকট তার প্রতি করা অন্যায়ের প্রতিকের চেয়ে অভিযোগ দিলো শিশু। দাগনভূঞে উপজেলা গেইট এলাকার কেউ একজন শিশু ইয়াসিন আরাফাত    (১০) এর প্রতি অন্যায় আচরণ করে। শিশু হলে সে বুঝতে পারে যে, এটা তার প্রতি অন্যায় করা হয়েছে। আর স্হানীয় সমাজ প্রতিনিধিদের কাছে বিচার চাওয়া হলে এর প্রতিকার পেতে সময় লাগতে পারে।
তাই সে সরাসরিদাগনভুঞা থানায় এসে হাজির হয়ে নিজের অভিযোগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ কে অবহিত করে। ওসি ও মনযোগ দিয়ে তার অভিযোগ শুনেন এবং প্রযোজনীয় ব্যবস্হা গ্রহন করেন বলে জানা গেছে। ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ও সময় থানায় শিশুটির পিতাও উপস্হিত ছিলেন । উল্লেখ্য যে ওসি আজাদ ইতি পূর্বে এসআই হিসাবেও দাগনভূঞা থানায় দায়ীত্ব পালনের কারণে যথেষ্ট পরিচিত ও জনপ্রিয়তা রয়েছে সাধারন মানুষের কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন