বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী শহর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন'২৪ অনুষ্ঠিত, জাকির রুবেল সভাপতি ও ইঞ্জিনিয়ার ইমরান হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত।
অদ্য ১৬ই ডিসেম্বর শহরের একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ফেনী শহর শখার দ্বি-র্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে জাকির হোসেন রুবেল সভাপতি ও ইঞ্জিনিয়ার এমরান হোসেন সেক্রেটারি নির্বাচিত হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্যের কার্যকরী কমিটি অনুমোদন দেয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর ফেনী জেলা শাখার সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার সাবেক আমির জনাব একেএম শামসুদ্দিন, ফেনী শহর জামাত ইসলামীর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসান।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মতিন ভূঁইয়া ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা ও শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন