রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ফেনীতে শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ফারুক আজাদ সভাপতি ও সেক্রেটারী অধ্যাপক মতিন

বিস্তারিত : গতকাল  ৩০/১১/২০২৪ ইং রোজ শনিবার ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন  ফেনী জেলা শাখার দ্বি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব ফারুক আজাদ ভূঁইয়া ও সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন ভূঁইয়া। সভাপতি ফারুক আজাদ ভূঁইয়ার সভাপতিত্বে  উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের  ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি জনাব আব্দুস সালাম, বাংলাদেশ জামাতে ইসলামী ফেনী জেলা শাখার সাবেক আমির জানাবে এ কে এম শামসুদ্দিন, বর্তমান জেলা আমীর জনাব মুফতি মাওলানা মোঃ আব্দুল হান্নান, জেলা নায়েবে আমীর আবু ইউসুফ, ফেনী জেলার সেক্রেটারি  মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন , ফেনী জেলা জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  এক দুই ও তিন আসনের জনাব এডভোকেট এস এম কামালউদ্দিন,অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া  ও জনাব ডাক্তার ফখরুদ্দিন মানিক। 

এতে আরো বক্তব্য পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী জেলা ও উপজেলার সভাপতিবৃন্দ। অন্যান্য শ্রমিক সংগঠনের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ। বিভিন্ন উপজেলা ও ট্রেডের প্রায় সাতশত শ্রমিক নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে এই 
সম্মেলনে ২০২৪-২৫ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। 

#কার্যকরী_পরিষদ২০২৫_২৬

জেলা সভাপতি : জনাব ফারুক আহমদ ভূঁইয়া
সহসভাপতিবৃন্দ:
১) জনাব মাওলানা কেফায়েত উল্লাহ
২) জনাব মোতাহের হোসেন লিটন  (ছাগলনাইয়া উপজেলা সভাপতি)
৩) জনাব আজিজুল করিম (ফেনী সদর উপজেলা সভাপতি)
৪) জনাব কাজী মো: মোস্তফা

জেলা সেক্রেটারী : জনাব অধ্যাপক আব্দুল মতিন
এসিস্ট্যান্ট সেক্রেটারী :
১) জনাব মুহাম্মদ মুনির হোসেন 
২) জনাব মাওলানা মো: আবু জাফার
৩)জনাব সৈয়দ মাঈন উদ্দিন (সোনাগাজী উপজেলা সভাপতি)
৪) জনাব জাকির হোসেন রুবেল(ফেনী শহর সভাপতি)
৫) জনাব হাসান আল মাহমুদ (দাগনভূঞা উপজেলা সভাপতি)
৬) জনাব খোন্দকার আবদুল হান্নান (ফেনী সদর উপজেলা সেক্রেটারী) 

এসিস্ট্যান্ট সেক্রেটারী (মহিলা)

১)জনাব মাহমুদা আক্তার

সাংগঠনিক সম্পাদক: জনাব ইঞ্জিনিয়ার এমরান
সহ সাংগঠনিক সম্পাদক : জনাব নাজমুল ইসলাম

কোষাধ্যক্ষ: জনাব মাওলানা মোশাররফ হোসেন

দপ্তর সম্পাদক : জনাব ওমর ফারুক = পরিবহন সেক্রেটারী 

প্রচার সম্পাদক: জনাব গোলাম মাওলা শাহীন = ফেনী শহর ১৭ নং সেক্রেটারী 

সহ প্রচার সম্পাদক : জনাব জহিরুল ইসলাম আরমান

ট্রেড ইউনিয়ন সম্পাদক : জনাব ওসমান গণি আরিফ মজুমদার

শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক : জনাব মাস্টার সহিদ
উল্লাহ

পাঠাগার ও প্রকাশনা সম্পাদক : জনাব মো: ইউনুছ

সাংস্কৃতিক সম্পাদক : জনাব আজহারুল ইসলাম ইমরান

আইন ও আদালত সম্পাদক : জনাব এডভোকেট আবদুর রহীম মামুন

সাহায্য ও পূর্নবাসন সম্পাদক :জনাব সাখাওয়াত হোসেন চৌধুরী
সদস্য:
১) জনাব রেজাউল করিম বাবলু
২) জনাব মহি উদ্দিন সেলিম
৩) জনাব জহিরুল ইসলাম
৪) জনাব নূরুল আবছার
৫) জনাব কাজী আবদুল মতিন
৬) জনাব শহিদুল্লাহ
৭) জনাব মাওলানা আইয়ুব আলী
৮) জনাব মীর হোসেন গুলজার
৯) জনাব নাজমুল হাসান
১০) জনাব হোসনে আরা নাসরিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন