ক্যাম্পাস প্রতিনিধি :
ফেনীতে সরকারী অনুমোদন তথা পাঠদানের অনুমতি পেল ফেনী জেলার অন্যতম সেরা বিদ্যাপীঠ "হলি ক্রিসেন্ট স্কুল, ফেনী সদর, ফেনী। এ বিষয়ে অনুমোদনের কাগজপত্র ও অন্যান্য অনুলিপি অানুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধান জনাবা লুনা ফেরদৌসের কাছে হস্তান্তর করেন ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস, এম ছায়েদুর রহমান।
উল্লেখ্য অাজ বুধবার ৩১/১০/১৮ইং তারিখে হলি ক্রিসেন্ট স্কুল পরিদর্শনে যান জনাব ছায়েদুর রহমান। তিনি স্কুলের বিভিন্ন শ্রেনীকক্ষে পাঠদান,পরীক্ষার হল, ছাত্রবাস পরিদর্শন ও শিক্ষকদের সাথে মত বিনিময় করেন।এ সময় স্কুলের পক্ষ থেকে জনাব ছায়েদুর রহমানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। তিনি স্কুলের ফলাফল ও কো - কারিকুলাম এক্টিভিটিসের ভূয়সি প্রশংসা করেন এবং এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি অাহবান জানান। তিনি অারো জানান এ ধারাবাহিকতা অব্যাহত রাখলে অাচিরেই এটি ফেনীর সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হবে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিষ্ঠান প্রধান জনাবা লুনা ফেরদৌস জানান যে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই স্কুলটি ভালো ফলাফল করে অাসছিল। কিন্তু সরকারী অনুমোদন না থাকায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল অামাদের। অবশেষে অনুমোদন পাওয়ায় এসব বাধা অার থাকবেনা। তিনি এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি সর্বশেষ গত বছরের ফলাফল উল্লেখ করে বলেন "অনুমোদন অামাদের ফলাফলে কোন দিন বাধা হয়ে দাঁড়ায় নি। শিক্ষক ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফসল অাজকের এই অনুমোদন। উল্লেখ্য ২০১৭ শিক্ষাবর্ষে জেএসসিতে স্কুলটি শতভাগ পাশের পাশাপাশি ২০ জন A+ অর্জন করে। এছাড়াও এসএসসিতে স্কুলটি ফেনী জেলায় ইর্ষনীয় ফলাফল করে অাসছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন