বিস্তারিত:
পরিবেশ মোদের স্নিগ্ধতায় ভরা,
সবুজ শ্যামল বৃক্ষরাজি।
জরা- জীর্ণতাকে উপেক্ষা করে,
স্পন্দিত হোক হলি ক্রিসেন্ট অাজি।
এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে শহরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রিসেন্ট স্কুল এন্ড কলেজে।অাজ সোমবার সকাল ১১টায় অানুষ্ঠিনিকভাবে এর উদ্ভোধন করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব হানিফ ভূঞা মহসিন ও অধ্যক্ষ জনাবা লুনা ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষ বাবু লিটন চন্দ্র দত্ত ও জনাব শাখাওয়াত উল্লাহ সহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। ফিতা কেটে এবং স্কুল ছাত্রদের মাঝে চারা বিতরনের মধ্য দিয়ে এর উদ্ভোদন শুরু হয়। উদ্ভোধনী বক্তব্যে বক্তারা বৃক্ষরোপন করে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশ সেবায় সকলকে অবদান রাখার জন্য অাহবান জানান। টব ভিত্তিক কর্মসূচীতে নানান ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন