শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

ব্লু হ্যোয়েল তো এন্ড্রয়েডে খেলা যায়না, এটি একটি পিসি গেইম,ডলার দিয়ে খেলতে হয় তবে এত টেনশন কেন?

ব্লু হোয়াইল নিয়ে কিছু কথা, যেগুলা
না জানলেই বিনোদন মিস!!!!
১. গেইম টা পিসি গেইম।
২. গেইম টা রিয়েল আইপি ছাড়া
লগইন করা যায় না ।
৩. গেইম টা অনলি ডার্ক ওয়েবেবে
পাওয়া যায় (৯০% বাঙ্গালী
ডার্কওয়েব নামই সুনে নাই লোল )।
৪. ডার্ক ওয়েব যেন তেন পাব্লিক
ঢুকতে পারবে না (পারলেও লিংক এর
জন্য গুগলের হাত পা ধরা লাগবে )।
৫. ডার্ক ওয়েবে আপনি কোন স্কিন
সর্ট নিতে পারবেন না ।
৬. ডার্ক ওয়েব এর ওয়েবসাইট হয়
লিংক নয়। সেসব ওয়েবসাইটে
ক্রোম, ফায়ারফক্সের সাহায্যে
ঢুকতে পারবেন না । (মোবাইলের কথা
বাদ ই দিলাম )
৭. গেইম টা বিট কয়েন দিয়ে কিনতে
হয় । ১ বিট কয়েন = ৪০০০+ ডলার ।
৮. এটা কোন Apk or exe ফাইল না,
ব্রাউজ করে খেলতে হয় ।
খেলবেন ভায়া গেইম ? মরার আগে
কিডনি দুইটা বেচার চিন্তাভাবনা
করেন । পোলাপাইন
ফেসবুকে পোস্ট দেয় ১২ লেভেল
পার করেছে , ২৬ লেভেলে আছে।
আমার চুল😜, অরজিনাল কপি হইলে
আপনার আইপি এমন ভাবে ওদের
কাছে ধরা খেত যে আপনি চিন্তায় ই
মরে যেতেন। ফেসবুক পোস্ট দিতেন
না !! প্রথমেই বলেছি যে রিয়েল
আইপি ওদের সার্ভারে হার্ডলি জমা
হয়। বাংলাদেশে রিয়েল আইপি
ব্যাবহারকারী ফ্রীল্যান্সার + PSN
PADE ছাড়া কেও নেই বললেই চলে ।
এছাড়া সবাই অনটাইম আইপি
ইউজার ( বিশ্বাস না হলে ফোনের
আইপি ডাটা অন অ়ফ করে দুই বার
চেক করে দেখুন ) তাই বাংলদেশের
কেও ই নামায় নাই (টাকার পরিমাণ টা
দেখে আসুন) যারা পোস্ট দিয়া
চিল্লাচিল্লি করে প্লে স্টোর বা
গুগল থেকে নামাইয়া ভাব মারে ।
যদি খেলতেই ইচ্ছে হয় তাহলে
বলবো ভাইয়া ডার্ক ওয়েবে যাও,
বিট কয়েন যোগার করো কিডনি
বেচে , প্রোভাইডার থেকে রিয়েল
আইপি কিনে, গেইম টি খেলবা ।
ডেমো খেইলা চিল্লাচিল্লি করে
ফেসবুক গন্ধ করিও না । যারা
পোস্ট দেয় তাদের কে সম্ভার্ধনা
দিন ।হাহা রিয়্যাক্ট দিন। কদিন ধরে
এত পোস্ট দেখতাছি ফেইসবুকে ব্লু
হোয়াইল নিয়া ,, সুইসাইড নিজের
করতে ইচ্ছে করে😷 । আবার খবরে
দেখলাম হলিক্রসের মেয়ে গলায়
দড়ি দিয়েছে ব্লু হোয়াইল খেলে ,
ডাবল লুল গলায় দড়ি দেওয়া টাস্ক
টা কত নম্বরে উপরওয়ালা জানে!😛😛

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন