ফেনীতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের আওতায় জেলা শিক্ষা প্রশাসনের আয়োজনে ফেনী টিচার্স ট্রেনিং কলেজ এ মাধ্যমিক শিক্ষকদের আইসিটি ইন-হাউজ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার অনুষ্ঠানে জেলা শিক্ষা ফেনীতে মাধ্যমিক শিক্ষকদের প্রশাসনের পক্ষ থেকে সফলতার সাথে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের জন্য ২ জন হেড ট্রেইনার ও২০ জন মাষ্টার ট্রেইনারগণকে সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাে: শফী উল্লাহ, ট্রেনিং কো- অর্ডিনেটর আবদুল আজিজ, হেড ট্রেইনার আবদুল্লাহ আল মামুন ও আলিম আল রাজি । উল্লেখ্য আইসিটির মাধ্যমে শিক্ষার প্রচলন প্রকল্পের আওতায় দশ ব্যাচে ফেনী জেলার ১ হাজার ৫শ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন